Tuesday 19 February 2013

তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,




তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন-মনে কেউ তা মানে না
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না ।।
বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ ঘর,
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না
আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,
পথে সেই গোপন কথা কেউ তো আনে না ।।

You have called for ages but no one hears you
My soul cries out unperceived
No one listens
I wander listlessly
And gaze at every face
No one interests as much as you do.
With great pleasure the song of bliss was raised
causing the shuttered abode to tremble with unparallel joy
Yet no one knocked on the door to inquire
I gaze perplexed by the restless sky
sensing a hidden message carried on the wind
Alone the path is traveled, no one to tell of the secrets revealed.


 


মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি । আহা, হাহা, হা





মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি । আহা, হাহা, হা ।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি । আহা, হাহা, হা ।।
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি । আহা, হাহা, হা ।।
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে-
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে ।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি । আহা, হাহা, হা ।।

The season of rain has finally ended
The sun beams brightly in the sky
keeping the dark gray clouds at bay
Ah, ah, ah Hurray hurray,
lets celebrate! and romp and play the entire day
hurray hurray
I have no clue what I want to do today
perhaps I want to roam and wander in the woods
or maybe I want to run and chase with my friends at the playground
Ah, hurray, ah hurray, ah hurray
I will weave the leaves of the ‘Keya’ tree
make a boat and then bedeck it with flowers
I will set it to sail in the pond to float and dance away across the water
Ah, hurray, ah hurray, ah hurray
I will tend to the cows with the cowboys, and play a song on my flute
I will roll around on the ground in the carpet of Chapa flowers,
till I am covered from head to toe with their pollen
Ah, hurray, ah hurray, ah hurray

Saturday 16 February 2013

যদি বারণ কর তবে গাহিব না।


যদি বারণ কর তবে গাহিব না।
যদি শরম লাগে মুখে চাহিব না ।।
যদি বিরলে মালা গাঁথা সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না ।।
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে ।
যদি তোমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না ।।




I will end my singing if you like me to do so
I will take away my sight from your face if you flashed with shy
If you forced to stop weaving garland in isolation due to my presence
I will certainly step aside of your garden

If you suddenly startled and halt in your walk
I will take new direction in a flash
If it raise waves in your soul and makes it restless and wild
I shall never row my boat into it.




 Listen the song by clicking here.......

Listen the song by clicking here........ by another artist




Friday 15 February 2013

সকাতরে ওই কাঁদিছে সকলে,


সকাতরে ওই কাঁদিছে সকলে,
শোন শোন পিতা
কহো কানে কানে,
শুনাও প্রাণে প্রাণে
মঙ্গলবারতা
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,
সদাই ভাবনা
যা-কিছু পায় হারায়ে যায়,
না মানে সান্ত্বনা
সুখ-আশে দিশে দিশে
বেড়ায় কাতরে-মরীচিকা ধরিতে চায়
মরুপ্রান্তরে
ফুরায় বেলা, ফুরায় খেলা,
সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন,
কাঁপে তরাসে
কী হবে গতি, বিশ্বপতি,
শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে 

Oh my father, please listen their cries of distress
Tell everybody about good times by whispering to every soul.
They live with anxiety and unrest
With tiny hopes in mind
Everything get lost whatever little they earn
Thus consolation refused by their heart.
They roam in ten directions plaintively in pursuit of happiness.
Like chasing to catch hold of mirage in the desert.
Day time draws to a close, play comes to an end
Duskiness starts appearing 
The anxious mind weeps and shivers in deep dread.
 What will be our destination? Oh father please show the path,
Is there any peace in this world?
Bestow your kind self to us
Fulfill all hopes,  
Let you be embraced by us.

Thursday 14 February 2013

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম


যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম
কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে-
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম 'রে
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে
সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে-
গভীর সুরে 'চাই নে' 'চাই নে' বাজে অবিশ্রাম


If I knew what hurts me so,

I would definitely let you know.

I do not know the name who forced me to cry

In vain I extend my helping hand,

I know not whom I search

I got no price in spite I sold out everything for you.

Where is the result of sorrow?

I wonder throughout my life.

Everybody know what is comfort

I too prey for it every now and then

But my soul echoes the tune from deep “no need” “no need”