মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে
হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন|
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে
হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন|
Why shall I have the chance of glimpsing you now and then only?
Why not forever?
Why my soul is overcast
That prevents me to see you?
I wish I could see you in a twinkling of an eye
But always dazed with fear to losing you suddenly.
My master, please tell me how may I find you
So that I can set you in my eyes
How can I acquire such love
So you can set in my soul and heart
I will not destracted by anybody I swear—my lord.
Sacrificing all earthily bonds
I will be only for you, if you summon.
No comments:
Post a Comment