Wednesday, 6 February 2013

চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে


চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে-জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর-নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার, ফেলো না আমারে ছড়ায়ে
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া
বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে-তোমারি করিয়া নিয়ো গো আমারে বরণের মালা পরায়ে






Do allow me to touch your feet
Please do not take it away,
Between life and death and
With sorrow and happiness
I wish to hold them warmth
Firmly close to my heart.

I cannot roam around
with the burden of desire
You please wreathe garland
with your own hand
But do not discrete me around into pieces

Why don’t  you make the thirstier alive
by suppressing?
Else  I should be the winner in the last triumph
By succumbing to you.

I  cannot roam anymore from door to door
By selling myself…. Poor one!!!
Oh God…. Please make me yours
By garlanding me.

No comments:

Post a Comment