আজ যেমন ক'রে গাইছে আকাশ
তেমনি ক'রে গাও গো
আজ যেমন ক'রে চাইছে আকাশ
আজ যেমন ক'রে চাইছে আকাশ
তেমনি ক'রে চাও গো আজ হাওয়া যেমন পাতায় পাতায়
মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে
তেমনি আমার বুকের মাঝে
কাঁদিয়া কাঁদাও গো
(Dear) sing the song in the manner
As sky is singing today,
(Dear) gaze at me in the manner
As sky is glimpsing today.
Breeze creates murmur in leaves
Leaving the forest cry
The same way you strike the
Core of my heart
I crave should your tear
Flow through my eye.
No comments:
Post a Comment