তুমি কেমন করে গান করো হে গুণী,আমি অবাক হয়ে শুনি কেবল শুনি।
সুরের আলো ভূবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী।।
মনে করি অমনি সুরে গাই,
কন্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কি চাই, কইতে কথা বাধে-
হার মেনে যে পরান আমার কাঁদে,
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি।
সুরের আলো ভূবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী।।
মনে করি অমনি সুরে গাই,
কন্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কি চাই, কইতে কথা বাধে-
হার মেনে যে পরান আমার কাঁদে,
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি।
How Can you sing the song like this? ----My Lord
I only listen to you and amazed
The brightness of melodies spread across the universe
The breeze of melodies runs through the sky
In extreme eagerness the river of melody rushes on by crushing the hard rocks.
I dreamt to sing the song like you
But fail to discover the melody in my song.
I can’t express what my heart wants to say
I succumb as my heart cries for my failure.
I wonder how you entrapped me by weaving an endless mesh of melodies all around me.
No comments:
Post a Comment