প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ।।
আরো আরো আরো আলো
এই নয়নে, প্রভু ঢালো ।
সুরে সুরে বাঁশি পূরে
তুমি আরো আরো আরো দাও তান ।।
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা ।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে ।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ।।
মোরে আরো আরো আরো দাও প্রাণ ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ।।
আরো আরো আরো আলো
এই নয়নে, প্রভু ঢালো ।
সুরে সুরে বাঁশি পূরে
তুমি আরো আরো আরো দাও তান ।।
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা ।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে ।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ।।
My lord, enrich me with the divine power
Allow me to quench the thrust for life in fullest
My Load, allow my acceptance towards all
In the earth and in the universe
I crave to pour all lights into me
As much as you can ---- my lord
Load my flute with tunes jam-packed
Help me to continue to sing the song of life
My Lord, let give me the deepest sorrow
That educate me with more good sense
My Lord please rescue me by breaking all high walls
Give me love; let my conscience dip into it.
My Lord, be generous in your cascade of bliss
I want to complete myself with love of ambrosia.
No comments:
Post a Comment