আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে ।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে ।।
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রাঙা শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস-
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে ।।
দখিন-হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে ।
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস-
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে ||
আকাশ আমি ভরব গানে ।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে ।।
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রাঙা শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস-
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে ।।
দখিন-হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে ।
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস-
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে ||
The skies filled me with its brightness
I will fill the skies with my song in return
I will strike the breeze with melodies like holi powder
Holi powder of dance also spread thru the breeze.
Oh my dear "Palash" flower
you are present with the flame of your vibrant colours
set ablazed from all directions
All my melodies coloured the universe
with colourful tunes.
The shiver in heart doesnot tend to stop
as the southern breeze blows through flower woodland.
The young leaves start jingling the anklet bells
In the golden lights of the blue sky.
Oh my dear "Sirish" flower
Behind your gentle smile you weave a mesh of fragrance
That fragrance through my voice
dragged my heart towards you.
No comments:
Post a Comment