ও জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব'লে কি কম আনন্দ
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ
তোমার যা আছে তা তোমার আছে, তুমি নো গো ঋণী কারো কাছে,
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নো গো ছোটো,
জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব'লে কি কম আনন্দ
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ
তোমার যা আছে তা তোমার আছে, তুমি নো গো ঋণী কারো কাছে,
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নো গো ছোটো,
জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ।
Hey little light-worm
What a pleasure you are getting
By spreading your small wings.
You jubilate your liveliness
In the darkness of the earth
Though you know
You are neither sun nor moon
Still you don’t have less happiness
For your being small.
You have yours only
You are not obliged to others
You have the divine power within
That shows the path for completeness
In spite of your smallness
You make your presence into everybody – in a great way
You bundled all brightness exists in the world into your embrace
No comments:
Post a Comment