Thursday, 14 February 2013

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম


যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম
কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে-
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম 'রে
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে
সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে-
গভীর সুরে 'চাই নে' 'চাই নে' বাজে অবিশ্রাম


If I knew what hurts me so,

I would definitely let you know.

I do not know the name who forced me to cry

In vain I extend my helping hand,

I know not whom I search

I got no price in spite I sold out everything for you.

Where is the result of sorrow?

I wonder throughout my life.

Everybody know what is comfort

I too prey for it every now and then

But my soul echoes the tune from deep “no need” “no need”

No comments:

Post a Comment