Tuesday, 12 February 2013

আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে


আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে
জীবন পুণ্য করো দহন-দানে
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবালয়ে প্রদীপ করো-
নিশিদিন আলোকশিখা জ্বলুক গানে
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথা দেখবে আলো-
ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে 

Touch my soul with the warmth of your holy flame

Let the soul be blessed as glorious offering

Let my earthly body be upheld like an incessant in your shrine.

 Let the holy flame brighten my soul day and night

May I feel the magical touch of your holy hand in dark hours

Let countless stars start blooming all through nights

All the darkness may fade away from my sight

Give me the power to see you in your light

All my sufferings, pains and tears will burn by your holy flame and fade away.

 

No comments:

Post a Comment