
Listen the song by clicking here...............
তুমি কি কেবলি ছবি, শুধু পটে লিখা
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি,
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও
হায় ছবি, তুমি শুধু ছবি
নয়নসমুখে তুমি নাই,
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-
আজি তাই
শ্যামল শ্যামল তুমি, নীলিমায় নীল
আমার নিখিল
তোমাতে পেয়েছি তার অন্তরের মিল
নাহি জানি, কেহ নাহি জানে-
শ্যামল শ্যামল তুমি, নীলিমায় নীল
আমার নিখিল
তোমাতে পেয়েছি তার অন্তরের মিল
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, শুধু নও ছবি
Are you merely an image
Only painted in the canvas?
See the galaxy of stars
Crowding the heavenly abode,
They are travelers of darkness with lot of illumination,
Like sun, stars and planets.
Are you not as true as them?
Alas…. You are only image!!!
You are not in front of my sight --- so what?
Now you ventured into me and set in my eyes
You are evergreen , azure of sky
I discovered his harmony into you
I do not know, even none realized you
But your melody sounds through my song
You set into poet’s heart as a poet
Now you are not only an image but true.
No comments:
Post a Comment