Saturday, 16 February 2013

যদি বারণ কর তবে গাহিব না।


যদি বারণ কর তবে গাহিব না।
যদি শরম লাগে মুখে চাহিব না ।।
যদি বিরলে মালা গাঁথা সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না ।।
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে ।
যদি তোমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না ।।




I will end my singing if you like me to do so
I will take away my sight from your face if you flashed with shy
If you forced to stop weaving garland in isolation due to my presence
I will certainly step aside of your garden

If you suddenly startled and halt in your walk
I will take new direction in a flash
If it raise waves in your soul and makes it restless and wild
I shall never row my boat into it.




 Listen the song by clicking here.......

Listen the song by clicking here........ by another artist




No comments:

Post a Comment