Friday, 15 February 2013

সকাতরে ওই কাঁদিছে সকলে,


সকাতরে ওই কাঁদিছে সকলে,
শোন শোন পিতা
কহো কানে কানে,
শুনাও প্রাণে প্রাণে
মঙ্গলবারতা
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,
সদাই ভাবনা
যা-কিছু পায় হারায়ে যায়,
না মানে সান্ত্বনা
সুখ-আশে দিশে দিশে
বেড়ায় কাতরে-মরীচিকা ধরিতে চায়
মরুপ্রান্তরে
ফুরায় বেলা, ফুরায় খেলা,
সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন,
কাঁপে তরাসে
কী হবে গতি, বিশ্বপতি,
শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে 

Oh my father, please listen their cries of distress
Tell everybody about good times by whispering to every soul.
They live with anxiety and unrest
With tiny hopes in mind
Everything get lost whatever little they earn
Thus consolation refused by their heart.
They roam in ten directions plaintively in pursuit of happiness.
Like chasing to catch hold of mirage in the desert.
Day time draws to a close, play comes to an end
Duskiness starts appearing 
The anxious mind weeps and shivers in deep dread.
 What will be our destination? Oh father please show the path,
Is there any peace in this world?
Bestow your kind self to us
Fulfill all hopes,  
Let you be embraced by us.

No comments:

Post a Comment